বাংলাদেশের এশিয়া কাপ মিশনের শুরুটা ভাল হলো না। ব্যাটিংটা বেশ বাজে হয়েছে। নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে তারা। ফলে ১৬৪ রানে সব উইকেট হারায় তারা। আর ৪২.৪ ওভারে অলআউট তারা। পুরো সময় ব্যাটও করতে পারেনি।
চোট জর্জরিত শ্রীলংকার সামনেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ৮৯ করেছেন। পুরো দলের রান প্রায় তারই বলা চলে। মাথিশা পাতিরানা ৪টি উইকেট নিয়েছেন।
মুশফিক ১৩, হৃদয় ২০ ও মিরাজ ৫ রানে আউট হন।
পাল্লেকেলেতে এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের অভিষেক হয়েছে এই ম্যাচে। শ্রীলংকার ম্যাচ দিয়ে আজ বাংলাদেশের শুরু।
এই ম্যাচে তামিমের সঙ্গে নাইম শেখ ওপেনিং করেন। লিটন দাস জ্বরে তাই তারও একটি ভাল সুযোগ চলে এসেছে। শ্রীলংকা দলেও চোটের সমস্যা রয়েছে।
এই ম্যাচ শেষে বাংলাদেশ পাকিস্তানে যাবে। সেখানে ৩ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। আজ শ্রীলংকাও পূর্ণ শক্তি নিয়ে নামতে পারছে না। হাসারাঙ্গা না থাকাটা তাদের বিশাল ক্ষতি। আর বাংলাদেশকে এই সুযোগটি নিতে হবে।
ওয়ানডেতে দুই দল ৫১ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে শ্রীলঙ্কার ৪০ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৯টি। ফল আসেনি ২ ম্যাচে। দুই দল সবশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ২০২১ সালে। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
তামিমের অভিষেক ভাল হয়নি। ২ বলে ০ করে ফিরেছেন প্যাভিলিয়নে। নাইম শেখ ২৩ বলে করেছেন ১৬ রান। আর সাকিব আউট ৫ রানে। বাংলাদেশ ১৬৪ রানে অলআউট হয়েছে। শান্ত দলীয় সর্বোচ্চ ৮৯ রান করেন।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।