এপ্রিল ২৫, ২০২৫, ০৪:১৭ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাইন এফকে –নরওয়ের ঐতিহ্যবাহী একটি ফুটবল ক্লাব। এই ক্লাব গত মাসে ম্যাচসেরার পুরস্কার দিয়েছিল চার ট্রে ডিম। এ মাসের শুরুতে দেওয়া হয়েছে কয়েক কার্টন দুধ। আর সোমবার রাতে ম্যাচসেরার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হচ্ছে একটি আস্ত ভেড়ার বাচ্চা!
এই পুরস্কার পেয়ে খুশিতে আটখানা অ্যাক্সেল ক্রাইগার। ২৭ বছর বয়সী ক্রাইগার ব্রাইন এফকের ডিফেন্সিভ মিডফিল্ডার।
সোমবার নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের ম্যাচে হেগসুন্দকে ৩–১ গোলে হারায় ব্রাইন। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ক্রাইগার। ৮৬ মিনিটে মাঠ ছাড়ার আগপর্যন্ত তিনি দারুণ খেলেন। সেটির পুরস্কার হিসেবে পেয়েছেন সাদা ফুটফুটে ভেড়ার বাচ্চা। মেষশাবক হাতে ক্রাইগারের ছবি ব্রাইনই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।
ব্রাইনের দেওয়া একের পর এক ব্যতিক্রমী পুরস্কার খেলোয়াড়দের হাতে দেখে অনেকেই মজা পাচ্ছেন, কেউ কেউ এটিকে সাধুবাদ জানাচ্ছেন। আবার কারও মনে জাগছে কৌতূহল—ক্লাবটি কেন এমন অদ্ভুত কিংবা অভিনব পুরস্কার দিচ্ছে? সেই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক—
নতুন উপায়ে এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) বেছে নেওয়া
ব্রাইন এফকে ম্যাচের সেরা খেলোয়াড়কে এমন পুরস্কার দিতে চাইছে যেন তিনি সারাজীবন সেই স্মৃতি মনে রাখেন। এ ছাড়া ক্লাবের ভক্ত, সমর্থক, অনুরাগীরাও যেন মোহিত হন। ব্যতিক্রমী পুরস্কার দেওয়ায় সবাই ওই খেলোয়াড়কে আলাদাভাবে চিনবে বলেও বিশ্বাস ক্লাবটির।
বিশ্ব ফুটবলে অনন্য পরিচয় গড়ে তোলা
ব্রাইন এফকে প্রতিষ্ঠিত হয়েছে ১৯২৬ সালে। আগামী বছর এই এপ্রিল মাসেই ব্রাইন ১০০তম বর্ষপূর্তি করবে। কিন্তু এত বছরেও ক্লাবটি বিশ্ব ফুটবলে সেভাবে নিজেদের পরিচিত করতে পারেনি। দলটির সর্বোচ্চ সাফল্যও মাত্র একটি। সেটাও সেই ১৯৮৭ সালে নরওয়েজিয়ান কাপের শিরোপা জয়।
বহির্বিশ্বে যে কজন ফুটবলপ্রেমী ক্লাবটিকে চেনেন, এর বেশির ভাগই আর্লিং হলান্ডের কারণে। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হলান্ডের শৈশবের ক্লাব যে ব্রাইন!
কিন্তু এখন ব্রাইন কর্তৃপক্ষ বিশ্ব ফুটবলে অনন্য পরিচয় গড়ে তুলে চাইছে। তারা মনে করছে, ম্যাচসেরা খেলোয়াড়কে ব্যতিক্রমী পুরস্কার দিলে সহজেই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দৃষ্টির আকর্ষণ করা সম্ভব হবে। এ নিয়ে মানুষ আলোচনা করবে, ফেসবুক–ইনস্টাগ্রাম–এক্সে পোস্ট দেবে এবং সংবাদ প্রচার করা হবে।
শিকড়ের প্রতি শ্রদ্ধা
অভিনব পুরস্কার বিতরণ শুধু ব্রাইন এফকের খেলাধুলার মনোভাবকেই তুলে ধরে না, বরং এর শিকড়ের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে। ৫ দশমিক ৬৫ বর্গ কিলোমিটারের ছোট্ট শহর ব্রাইনের বাসিন্দাদের কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ততা অনেক পুরোনো। স্থানীয় কৃষিতে দুধ, ডিম ও গোশত উৎপাদনে তাদের অবদানই সবচেয়ে বেশি।
কৃষির সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ক্লাবটির সমর্থকেরা ম্যাচে প্রায়ই এই স্লোগানে গলা ফাটান, ‘আমরা কৃষক এবং এ জন্য গর্বিত’। মাঠের পাশে ট্রাক্টরে বসে ম্যাচ দেখার ‘ভিআইপি টিকিটের’ ব্যবস্থাও আছে। তাই ম্যাচসেরাকে কখনো ডিম, কখনো দুধ বা কখনো গৃহপালিত প্রাণী উপহার দিয়ে স্থানীয় কৃষির সঙ্গে সংশ্লিষ্টতা আরও বাড়াতে চাইছে ক্লাবটি।
ব্রাইন এফকে জানিয়েছে, সম্প্রতি ম্যাচসেরার পুরস্কার হিসেবে দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাক্সেল ক্রাইগার যে ভেড়ার বাচ্চা পেয়েছেন, সেটি স্থানীয় এক কসাইখানায় প্রক্রিয়াজাতকরণের পর আপাতত খামারে ফিরিয়ে নেওয়া হবে। সেই কসাইখানার নামও হলান্ড! পুরো নাম হলান্ড কিওত।
গ্রীষ্মকালজুড়ে ভেড়ার বাচ্চাটির যত্ন নেওয়া হবে। এই সময়ে এটি রাইফিলকের মনোরম চারণভূমিতে বিচরণ করবে। দর্শকদের আনন্দ দিতে ও মালিক ক্রাইগারের সঙ্গে দেখা করাতে মাঝেমধ্যে ব্রাইন স্টেডিয়ামেও নেওয়া হবে। সব ঠিক থাকলে শরতের শেষ দিকে ক্রাইগারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: প্রথম আলো।