বিপিএলে টানা দ্বিতীয় ম্যাচেও ব্যাট করলেন না সাকিব আল হাসান। অবশ্য বল করেছেন। ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন।
চোখের সমস্যার জন্য লড়তে হচ্ছে তাকে। অবশ্য রংপুর এই মঙ্গলবার সিলেটে প্রথম ম্যাচটিতে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।
রংপুর অবশ্য ৮ রানে ম্যাচটি জিতে নিল। রংপুর আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা।
কুমিল্লার মাহিদুল ইসলাম অঙ্কন ৬৩ রান করেন। এছাড়া তাওহিদ হৃদয়ের স্কোর ৩৯ রান। রংপুর ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও কুমিল্লা ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে।
কুমিল্লার পক্ষে পাকিস্তানের বাবর আজম ৩৭ ও আফগানিস্তানের আজমতুল্লাহ ওমারজাই অপরাজিত ৩৬ রান করেন।