দ্বিতীয় টি টোয়েন্টি

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নিল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

মে ২৪, ২০২৪, ১২:৪২ এএম

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ৬ রানে হারিয়ে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। হিউস্টনের প্রেইরিতে আগে ব্যাট করে ১৪৪ রান সংগ্রহ করে তারা। জবাবে টাইগাররা ১৩৮ রানে অলআউট হয় (১৯.৩ ওভার)।

৩ ম্যাচের সিরিজ। আগেই ২-০ তে জেতা হয়ে গেছে স্টুয়ার্ট লয়ের দলটির। তৃতীয় ম্যাচটি বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। 

অধিনায়ক শান্ত ৩৪ ম্যাচে ৩৬ রান করেন। সাকিব ২৩ বলে ৩০ রানে আউট হন। তাওহিদ হৃদয়ের স্কোর সেখানে ২৫। লোয়ার মিডল অর্ডার ব্যর্থ হয়েছে বাংলাদেশের। 

যুক্তরাষ্ট্রের আলি খান ২৫ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট সৌরভ ও শ্যাডলের। এর আগে যুক্তরাষ্ট্র ব্যাটিং করেছে। টেলর ৩১ ও প্যাটেল ৪২ রান সংগ্রহ করেছেন। অ্যারন জোন্সের ৩৫ রান ছিল গুরুত্বপূর্ণ। 

শরিফুল ও মোস্তাফিজ ২টি করে উইকেট পেয়েছেন। 

 

Link copied!