কোথায় পালালো সত্য?

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৩:৩৬ পিএম

কোথায় পালালো সত্য?

কোথায় পালালো সত্য?/দুধের বোতলে, ভাতের হাঁড়িতে!নেই তো/রেষ্টুরেন্টে, হোটেলে, সেলুনে/গ্রন্থাগারের গভীর গন্ধে--'সত্য ফেরারী' কবিতার অমর স্রষ্টা কবি আসাদ চৌধুরীর জন্মদিন আজ। ১৯৪৩ সালের এই  দিনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন আধুণিক এই রোমান্টিক কবি ও সাহিত্যিক। তার পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম। 

কবি আসাদ চৌধুরী ১৯৫৭ সালে রাজধানীর আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা (এসএসসি)  ও ১৯৬০ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বাংলা সাহিত্যের এই আধুণিক কবি।

১৯৬৪ সালে ব্রাহ্মণবাড়িয়া কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে আসাদ চৌধুরী কর্মজীবন শুরু করেন। সাংবাদিক হিসেবেও তিনি বিভিন্ন  দৈনিক পত্রিকায় রেখেছন গুরুত্বপূর্ণ অবদান। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি ভয়েজ অব জার্মানীর বাংলাদেশ সংবাদদাতার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলা একাডেমিতে দীর্ঘকাল চাকুরীর পর তিনি এর পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। 

উপস্থাপক ও চমৎকার আবৃত্তির জন্যও সমান জনপ্রিয় আসাদ চৌধুরী। কবিতা ছাড়াও প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, জীবনীগ্রন্থসহ সাহিত্যের সব শাখায় তার সাবলিল পদচারণা রয়েছে। কবি আসাদ চৌধুরী বেশ কয়েকটি অণুবাদকর্মও সম্পাদনা করেছেন। ১৯৮৩ সালে তাঁর রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।

বাংলা সাহিত্যের অন্যতম এই আধুণিক কবি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় ১৯৮৭ সালে বাংলা একাডেমি,২০১৩ সালে একুশে পদক, বঙ্গবন্ধু সম্মামনাসহ অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন।

Link copied!