ইউক্রেন-রাশিয়া ‍যুদ্ধ, খুব একটা ভাল অবস্থানে নেই রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২২, ০৫:০৯ পিএম

ইউক্রেন-রাশিয়া ‍যুদ্ধ, খুব একটা ভাল অবস্থানে নেই রাশিয়া

ইউক্রেনের যুদ্ধের সর্বশেষ খবর বলছে, খুব একটা ভালো অবস্থানে নেই পুতিনবাহিনী। রুশ সৈন্যদের দিয়ে ইউক্রেনকে পরাহত করতে  এখন পর্যন্ত কার্যত ব্যর্থ বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গত ৪৮ ঘন্টায় ইউক্রেনে বেশিরভাগ ক্ষেত্রেই রুশ সৈন্যরা  ইউক্রেন বাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে। কিয়েভ, খারকিভ, মারিউপুল, মাইলেইভ এবং চেরনেহিভে রুশ বিমান বাহিনীর হামলা ও কামান থেকে অব্যাহত গোলা বর্ষণের পরও নতি স্বীকার করবে না বলে সেফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খারকিভের ২৩ মাইল দূরের শহর চুহুভে দুইজন শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইউক্রেন।

রুশ প্রেসিডেন্ট পুতিনও যুদ্ধ শুরুর পরপরই বলেছিলেন, কেবলমাত্র আত্মসমর্পন করলেই ইউক্রেনের কথা তিনি মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য যুদ্ধ বন্ধে বার বার ইউক্রেনের প্রেসিডেন্ট আহবান জানালেও প্রত্যাখান করেন পুতিন।  

এমন অবস্থায় আরও বড় পরিসরে হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের নিরাপদে হিউম্যান করিডর বা সুরক্ষিত এলাকায় সরে যেতে সাময়িক অস্ত্রবিরতিতে যাওয়ার সিদ্ধান্তটিকে মূলত  হামলার প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর হাইকমান্ডও দেশটির সৈন্যদের এমন তথ্য দিয়ে সতর্ক করে দিয়েছেন। বেলারুশ থেকে তেলসমৃদ্ধ ট্যাংকগুলো নতুন করে রুশ বহরে যুক্ত হয়েছে বলে খবর দিয়েছে কিয়েভের গোয়েন্দারা। নিজেদের নিয়মিত সৈন্যের সাথে অতিরিক্ত সৈন্য হিসেবে মিত্র দেশ সিরিয়া থেকে সৈন্য নিয়ে আসছে মস্কো। বড় ধরণের হামলার প্রস্তুতির মধ্যে কিয়েভের কাছে ইরপিল ও মাইকোলেইভে থেমে থেমে দুপক্ষের মধ্যে যুদ্ধের খবর পাওয়া গেছে।

কিয়েভসহ অন্যান্য শহরগুলো থেকে নিরাপদে সরে যেতে যে রুটগুলো দেখানো হয়েছে সেগুলোর অধিকাংশ পথই শেষ হয়েছে রাশিয়া, বেলারুশে গিয়ে। তাই বলা হচ্ছে, বাঁচতে হলে শত্রু রাশিয়ার আশ্রয়েই থাকতে হবে ইউক্রেনের নাগরিকদের।   

গত প্রায় ২ সপ্তাহ ধরে চলমান ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ১৫ লাখ ইউক্রেনের বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য পোল্যান্ড, হাঙ্গেরীসহ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। চলমান অবস্থায় রাশিয়ার উপর চাপ বাড়াতে অবরোধ আরোপ করেই চলেছে পশ্চিমা দেশগুলো। বিশ্বের অন্যতম তেল ও গ্যাস সরবরাহকারী রাশিয়ার উপর অবরোধের কারণে তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে এক লাফে বেড়ে গেছে প্রায় ৫০ মার্কিন ডলার। সোমবার এশিয়ার বাজারে প্রতি ব্যারেল তেল ১৩৯ মার্কিন ডলারে বিক্রির খবর পাওয়া গেছে। ওদিকে ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১৩ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ইউক্রেনকে বাড়তি নিরবিচ্ছিন্ন তথ্য-প্রযুক্তির সুবিধা দিয়ে রাশিয়ার তথ্য-প্রযুক্তি খাতকে দুর্বল করতে একত্রে কাজ করছে মার্কিন গোয়েন্দারা। শনিবার মার্কিনীদের সুবিধা ব্যবহার করেই দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ৩৫ মিনিট ফোনালাপ করেন একসময়ের নায়ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Link copied!