রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চায় চীন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২২, ০৬:২০ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চায় চীন

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে চীন ‘মধ্যস্থতা' করতে ইচ্ছুক বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তবে যুদ্ধ বন্ধে চীনের ভূমিকার বিস্তারিত তথ্য জানানো হয়নি। সোমবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এই প্রথম মধ্যস্থতা করার ইঙ্গিত দিলেন তিনি।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শান্তি আলোচনার অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখতে এবং প্রয়োজনীয় মধ্যস্থতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

মস্কোর সাথে বেইজিংয়ের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে জানিয়ে ওয়াং ই বলেন, “ চীন-রাশিয়া সম্পর্কের উন্নতিতে একটি সুস্পষ্ট ঐতিহাসিক যুক্তি এবং শক্তিশালী অভ্যন্তরীণ চালিকাশক্তি রয়েছে। দুই দেশের বন্ধুত্ব পাথরের মতো শক্ত এবং দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা উজ্জ্বল।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যতই বিপজ্জনক হোক না কেন-চীন ও রাশিয়া কৌশলগত লক্ষ্য বজায় রাখবে এবং নতুন যুগের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে তুলে ধরবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।

Link copied!