ইউরোপের দেশ জার্মানির দেশের চার কোটি ১৮ লাখ মানুষ অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ ইতোমধ্যে মহামারি করোনাভাইরাসের টিকার প্রয়োজনীয় ডোজ পেয়ে গেছেন৷ বুধবার (২৮ জুলাই) জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এছাড়া দেশটির ছয় কোটি ১১ লাখ মানুষ শুধু করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৷ তবে বর্তমানে টিকা কর্মসূচির ধীর গতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে তিনি আসন্ন হেমন্ত ও শীতকালে করোনার পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন।
যত বেশি মানুষ করোনা টিকা নেবেন, পরিস্থিতি সবার জন্য ততটাই নিরাপদ হবে বলে তিনি মন্তব্য করেন৷
উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে সমাজের উপর কার্যকর প্রভাবের জন্য দেশের অন্তত ৮০ শতাংশ মানুষের টিকা নেওয়া প্রয়োজন৷
জার্মানির ৫০ শতাংশ মানুষের টিকাকরণ সম্পন্ন হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও অন্তত ৩০ শতাংশ মানুষকে টিকা নিতে রাজি করানো সম্ভব হবে কিনা, সে বিষয়ে সংশয় রয়েছে৷
বিশেষ করে টিকাদান কর্মসূচির গতি বেড়ে চলা করোনা সংক্রমণের হারের সঙ্গে তাল মেলাতে পারবে না বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন৷ রবার্ট কখ ইনস্টিটিউটের সূত্র অনুযায়ী জার্মানিতে করোনায় আক্রান্ত মানুষের প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই চরম ছোঁয়াচে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে৷ প্রতিষ্ঠানের প্রধান লোটার ভিলারের মতে, জার্মানিতে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ শুরু হয়ে গেছে৷