জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করার হুশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, রাশিয়ার তেলের উপর পশ্চিমারা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, এমন একটি খবর তাদের কাছে রয়েছে। রাশিয়াকে খেপালে তারাও ছাড় দেবে না হুশিয়ারি দিয়ে নোভাক বলেছেন, বাড়াবাড়ি করলে তেলের প্রতি ব্যারেল গিয়ে ঠেকতে পারে ৩শ মার্কিন ডলারে। এক সপ্তাহ আগেও তেলের দাম ছিলো প্রতি ব্যারেল ১শ মার্কিন ডলার। গতকাল সোমবার প্রতি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় ১৩৯ মার্কিন ডলারে।
যদিও রাশিয়াকে চাপে রাখতে রুশ তেলের উপর নিষেধাজ্ঞা দিতে মার্কিনীদের প্রস্তাবে ‘না’ বলে দিয়েছে জার্মানী ও নেদারল্যান্ডস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তাদের পুরো গ্যাসের ৪০ শতাংশ এবং মোট তেলের ৩০ শতাংশ নিয়ে থাকে রাশিয়ার কাছ থেকে। রাশিয়া সরবরাহ বন্ধ করে দিলে আপাতত গ্যাস ও তেল প্রাপ্তির কোন সহজ বিকল্পও নেই দেশগুলোর সামনে। তবে রাশিয়া থেকে মাত্র ৫ শতাংশ গ্যাস নেওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটলে যুক্তরাজ্যের উপর এর প্রভাব কম পড়বে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ান তেলের বিকল্প পেতে ভোক্তা দেশগুলোকে বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে। বর্তমানে, রাশিয়া বিশ্বের সর্বোচ্চ গ্যাস উৎপাদক এবং দ্বিতীয় সর্বোচ্চ অপরিশোধিত তেলের উৎপাদক।