রুশ প্রেসিডেন্ট পুতিনের নতুন আইনে যা থাকছে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২২, ১১:২৮ এএম

রুশ প্রেসিডেন্ট পুতিনের নতুন আইনে যা থাকছে

ইউক্রেনে সামরিক অভিযান চলার মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন একটি আইনের অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

রুশ প্রেসিডেন্ট পুতিনের নতুন  এই আইনে বলা হয়েছে- বিদেশে থাকা কোনও রুশ কর্মকর্তার বিরুদ্ধে যদি গণমাধ্যমে ‘অসত্য খবর’ ছাপনো হয় বা প্রচারিত হয়  তবে  দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রুশ আইনপ্রণেতারা মনে করছেন,  মূলত রাশিয়ার দূতাবাস ও বিদেশে রুশ প্রতিষ্ঠানগুলো নিয়ে গুজব কিংবা ভুল তথ্যের প্রচার ঠেকাতে এমন একটি আইনের প্রয়োজন ছিল। এরই ধারাবাহিকতাতেই দেশটির গণমাধ্যমের ওপর এমন কড়া শাস্তির বিধান রাখলেন রুশ প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ৩১ তম দিন শনিবার রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

যুদ্ধে নিজেদের ১৩শ’ সেনা এবং রাশিয়ার ১৬ হাজার ১০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের এক হাজার ৩৫১ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

Link copied!