মার্চ ২, ২০২৩, ০৭:২৯ পিএম
কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুতের মূল্যবৃদ্ধি ছাড়া সরকারের আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তাদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জমিতে সার দেয়ার ক্ষেত্রে কোনোক্রমেই চাষিরা ঝুঁকি নিতে চায় না উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, “এ দেশের চাষিরা নিজের বউয়ের গয়না, কিংবা গরু বিক্রি করেও সার কিনবেন। হয়ত তাদের উৎপাদন ওই রকম কমবে না। তবে চাষিরা ব্যক্তিগতভাবে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু সরকারের হাতে বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো বিকল্পও নেই “
সব অর্থনৈতিক কর্মকাণ্ডে জ্বালানির প্রয়োজন আছে জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, “কৃষক ফসলে পানি দিতে না পারলে উৎপাদন কমবে। চাষিদের আয় কমবে, কষ্ট বাড়বে। তাদের যে লাভ হওয়ার কথা, সেটা হবে না।”কৃষি আমাদের একটি মৌলিক বিষয় হওয়ায় প্রধানমন্ত্রী এ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেও তিনি জানান।
কৃষিমন্ত্রী আরও বলেন, “আমরা সার, রাসায়নিক, পানি ও সেচের ওপর বিভিন্ন প্রণোদনা ও ভর্তুকি দিচ্ছি। আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে। টনপ্রতি আড়াইশ’ ডলারের সার এক হাজার ডলারে বিক্রি হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী দাম বাড়াননি।”