আগস্টে মাসেই সড়কে ঝরল ৫১৯ জনের প্রাণ: জরিপ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২২, ০১:৫৫ পিএম

আগস্টে মাসেই সড়কে ঝরল ৫১৯ জনের প্রাণ: জরিপ

সড়ক দুর্ঘটনার লাগাম টেনে ধরতে পারছে না কেউই। খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমে বিভিন্ন সময় বলেছেন, সড়ক দুর্ঘটনা এখন সরকারের সবচেয়ে বড় দুর্ভাবনার বিষয়। এখন এটি জাতির দুর্ভাবনায় পরিণত হয়েছে। এটার (সড়ক দুর্ঘটনা) লাগাম টেনে ধরতে হবে, রাশ টেনে ধরতে হবে। 

এরইমধ্যে  গত আগস্ট মাসেই সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জনের প্রাণ গেছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৯৬১ জন। শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের দেওয়া এক জরিপ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত ৫১৯ জনের মধ্যে ৬৪ জন নারী ও ৬৯ জন শিশু। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭২ জন, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ। দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন, অর্থাৎ ১৮ দশমিক ১১ শতাংশ।

একই সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের বিষয়ে বিভিন্ন সময় ওবায়দুল কাদের বলেছেন, ‘এখনও সড়ক দুর্ঘটনার এই প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটা সম্ভব সেটা আমি কেন করব না। যেটা সম্ভব সেটা কেন করা যাবে না? করতে হবে।’

তিনি দুর্ঘটনার প্রবণতার দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘বড় গাড়ির সঙ্গে সিএনজি বা ইজিবাইকের যদি সংঘাত হয় আর ইজি বাইকে যদি ১০ জন থাকে, তবে ১০ জনই মারা যায়। বড় বড় গাড়িতে সংঘাত হলে আহত হয়, এ রকম নিহত হয় না। ছোট ছোট যান নিয়ন্ত্রণ করা আমাদের প্রথম দায়িত্ব।’

‘অনেকে ইজিবাইক, নসিমন করিমনের সাথে জড়িত, এখানে রাজনৈতিক বিষয়ও আছে। কিন্তু মানুষের জীবনটা আগে বাঁচাতে হবে।’

Link copied!