আসামে হতে পারে মোমেন-জয়শঙ্করের বৈঠক

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২২, ১০:৫৭ এএম

আসামে হতে পারে মোমেন-জয়শঙ্করের বৈঠক

চলতি মাসে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এজন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আসামের রাজধানী গৌহাটিতে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশের কাছে উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্ব বাড়াতে চায় ভারত। গত কয়েক বছর ধরেই এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে নয়া দিল্লি।

জানা গেছে, মে মাসের শেষ সপ্তাহে (২৮-২৯) গৌহাটিতেই ‘নদী’ বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করেছে শিলং-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স। ওই কনক্লেভে যোগ দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই কনক্লেভে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের এক ফাঁকে বৈঠকে মিলিত হবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

Link copied!