গত ১ বছরে উপকূলীয় জেলা কক্সবাজারে প্রায় ৩৯৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময়ে বিজিবির কক্সবাজার রিজিয়নের সদস্যরাগত সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ বছরে জব্দ করা ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ দশমিক ৭৫২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৩৩৯ বোতল মদ, ১৫৪ বোতল ফেন্সিডিল, ২০৬ লিটার বাংলা মদ, ১৭ কেজি গাঁজা, ৪৮ হাজার ১৯ পিস বিভিন্ন ধরনের ট্যাবলেট, ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল এ্যামোনিয়াম সালফার ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্য সমূহের আনুমানিক বাজারমূল্য ৩৯৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা।
বিজিবি’র কক্সবাজার রিজিয়নের উদ্যোগে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২২ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কক্সবাজারের সংসদ সদস্যবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবির মহাপরিচালক, জিওসি ১০ পদাতিক ডিভিশনসহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যদের দক্ষতার প্রশংসা করেন।