জনমুখী বাজেটের দাবি জে বিডির

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১০, ২০২৩, ০৭:৩৭ পিএম

জনমুখী বাজেটের দাবি জে বিডির

"নির্বাচনমুখী বাজেট নয়, জনমুখী বাজেট চাই " এ দাবীতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করে জাগ্রত বাংলাদেশ(জে বিডি)। মানববন্ধনে জাগ্রত বাংলাদেশ এর সভাপতি আজমুল জিহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন ভুইঁয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগ্রত বাংলাদেশ (জে বিডি) এর অন্যান্য নেতৃবৃন্দ। 
জাগ্রত বাংলাদেশ এর সভাপতি আজমুল জিহাদ বলেন, জনসংখ্যা বাড়ছে সকল কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে অথছ ক্রমাগত কমছে শিক্ষা ও স্বাস্থে বাজেটে বরাদ্ধ কমছে তাহলে এটা দৃশ্যমান যে একটা অশিক্ষিত ও অসুস্থ জাতী তৈরির চেষ্টা চলছে।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরল আমিন ভুইঁয়া বক্তব্যে বলেন, যে বাজেটে জনগনের আশা আকাঙ্খার প্রতিফকলন ঘটেনা সে বাজেট কখনো জনমুখী বাজেট হতে পারেনা।২০২৩ -২৪ অর্থবছরের ঘোষিত প্রস্তাবিত বাজেটে জনগণকে উপেক্ষা করা হয়েছে। রাষ্ট্র বরাবরই তরুণদের বেকার বানিয়ে বেকারত্বের বোজা বাড়াচ্ছে। রাষ্ট্রের উচিৎ তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করা যাতে তরুণরা বেকারত্বকে চাপিয়ে রাষ্ট্র ঘঠনে ভুমিকা রাখতে পারে।
আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন মামুন, আইন সম্পাদক অ্যাডভোকেট এ বি এম জোবায়ের,মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক  অ্যাডভোকেট হায়দার রবিউল ইসলাম রবি ,যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অভি, মহানগর দক্ষিণের আহ্বায়ক আসিফ আদনান, যুগ্মসচিব সৌরভ হোসেন প্রমুখ।
১)নবায়নযোগ্য জ্বালানি খাতকে সমৃদ্ধ করো। বিদেশ নির্ভর বিদ্যুৎ নীতি থেকে সরে আসো।
২) এই বাজেট থেকেই বেকার ভাতা চালু করো। করতে হবে।
৩) কেরু এন্ড কোম্পানির আধুনিকায়ন করো, উৎপাদন ক্ষমতা বাড়াতে বাজেট দাও।
৪) জনতার সম্পদ জ্বালানি খাতের গোপন চুক্তি প্রকাশ্যে আনো। তেল গ্যাস সম্পদের বিদেশী চুক্তির স্বচ্ছতা আনো।
৫) সাধারণ নাগরিকদের উপর ২০০০ টাকা কর আরোপের নীল নকশা প্রত্যাহার করো। এনবিআর  -ট্যাক্স সার্কেলের দুর্নীতি ধরো।
৬) টাকা পাচারকারী কারা? শ্বেতপত্র প্রকাশ করো। বিদেশী টাকা দেশে ফেরাও।
৭) কৃষক ও তরুণ উদ্দোক্তাদের ০% সুদে বা সুদ মুক্ত ঝন দাও।
৮)রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আবেদনের ফী বাতিল করতে হবে।
৯) জিডিপির ৬% শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ দাও, দিতেই হবে।

Link copied!