টেকনাফ থেকে পাঁচ কোটি টাকার মাদক জব্দ, আটক ২

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২২, ০৬:৪৪ পিএম

টেকনাফ থেকে পাঁচ কোটি টাকার মাদক জব্দ, আটক ২

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা, অবৈধ কারেন্ট জালসহ দুই তরুণকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত তিনটায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদী–সংলগ্ন আনোয়ার মৎস্য খামার এলাকা থেকে দুই তরুণকে আটক করা হয়।

আটক দুই তরুণ হলেন উপজেলার হ্নীলার রঙ্গিখালীর আবুল কাসেমের ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দিন (২০) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসাইন (১৯)। বিজিবির দাবি, জব্দ মাদকের মূল্য ৫ কোটি ৯১ লাখ ৬৫ হাজার টাকা। টেকনাফ–২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোররাতে মিয়ানমার থেকে একটি মাদকের চালান আনোয়ারা মৎস্য খামার এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হতে পারে, এমন তথ্য পায় বিজিবি। বিজিবির টহল দল রাতে দুই তরুণকে একটি নৌকায় মিয়ানমার থেকে  বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। পরে বিজিবির সদস্যরা কৌশলে সংকেত দিলে পাচারকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি তাঁদের দুজনকে আটক করে এবং নৌকাটি জব্দ করা হয়।

Link copied!