দেবকী নন্দন শ্রীকৃষ্ণের জন্মতিথি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২১, ০২:২৯ এএম

দেবকী নন্দন শ্রীকৃষ্ণের জন্মতিথি

‘একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে’-বাণীতে বলা হয়েছে কলীযুগে পাপ মোচনের একমাত্র উপায় ভগবান শ্রীকৃষ্ণের কথা। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথীতে বিষ্ণুর অবতার হিসেবে জন্ম নেন শ্রীকৃষ্ণ। বলা হয়ে থাকে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকির অষ্টম সন্তান হয়ে অবির্ভূত হন। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার ছিল চরম পর্যায়ে। মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না সেসময়। সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। তারই অবসান ঘটাতে আবির্ভাব ঘটে ভগবান শ্রীকৃষ্ণের। আর তার আবির্ভাবকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বীরা তার জন্মদিনকে জন্মাষ্টমী হিসেবে পালন করে।

প্রতি বছরের মত এবারও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটি এবারো দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজন করে নানা অনুষ্ঠানের। তবে করোনা মহামারির কারণে আগের বছরের মত এবারেও হয়নি মঙ্গল শোভাযাত্রা। সোমবার (২৯ আগস্ট) সকাল ৮ টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গীতা যজ্ঞ করা হয়। পৃথিবী থেকে করোনা মুক্তির প্রার্থনা করা হয় এবং সম্পূর্ণ গীতা গানে গানে পাঠ করে প্রকাশ কার হয় গীতার বাণী। পরে দুপুর আড়াইটার দিকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার একপর্যায় উঠে আসে সংখ্যালঘু মানুষের ওপর দমনমূলক আচরণের কথা। আলোচনায় বলা হয়, একটি নির্দিষ্ট সংখ্যাক মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন দমনমূলক আচরণ করে থাকে। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হলেও কিছুদিন পর পরই খবরের কাগজে উঠে আসে মন্দির ভাঙ্গার দৃশ্য, কখনো বা সংখ্যালঘু মানুষের ওপর বিরূপ আচণের গল্প। এবিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি দ্যা রিপোর্ট ডট লাইভকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, কোন ধর্মেই হিংসার কথা বলা নেই। তবে আমাদের মাঝেই কিছু মানুষ আছে যারা নিজেদের শক্তি দেখাতে পছন্দ করে। অন্যদের ওপর শোষণ ও দমনের মানসিকতা থেকেই নির্দিষ্ট সংখ্যক মানুষ এরকম অগ্রহণযোগ্য আচরণ করেন। ঈশ্বর সকলকে যে বুদ্ধিমত্তা দিয়ে পাঠিয়েছেন তার সঠিক ব্যবহার করতে হবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘাত হয় ধর্ম নিয়েই।

প্যুগে যুগে শ্রীকৃষ্ণ অবতীর্ন হন তার লীলা প্রকাশে ও অশুভ শক্তি নাশে। শ্রীকৃষ্ণের অশুভ শক্তি নাশের মতো বর্তমান এই করোনা মহামারী ও সকলের মনের সাম্প্রদায়িক ভাবনার নাশ ঘটুক এমনটাই প্রত্যাশা ভক্তদের।

Link copied!