পোল্যান্ড সীমান্তে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বাস

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২২, ০৩:০৩ পিএম

পোল্যান্ড সীমান্তে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বাস

রুশ হামলার পর থেকে ইউক্রেন ছেড়ে পোল্যান্ডের মেডিকা সীমান্তে আসা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস৷ পাশাপাশি পোল্যান্ড প্রবাসী বাংলাদেশিরাও তাদের সহায়তায় এগিয়ে এসেছেন৷

মেডিকা সীমান্তে সড়কের পাশেই বাসটির সামনের গ্লাসে বাংলাদেশের দূতাবাসের নাম ও লোগো লাগানো রয়েছে৷ পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ বিশেষ বাসের ব্যবস্থা করেছে৷

আরও পড়তে পারেন: খারকিভের পতন, আকাশ থেকে নামছে রুশ ছত্রীসেনারা

বাসটি বুধবার পর্যন্ত এখানেই থাকবে বলে জানা গেছে৷ এর মধ্যে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিরা বাসটিতে বিশ্রাম এবং আশ্রয় নিতে পারবেন৷ সেখানে তাদের খাবারসহ বিভিন্ন কিছু সরবরাহ করা হচ্ছে৷

পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগী বলেন, “আমাদের কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে৷ হোয়াটসসঅ্যাপের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে সবাই আমাকে জানাচ্ছেন৷ মোবাইলে যখনই আমরা তথ্য পাচ্ছি, কারও সহায়তা দরকার সঙ্গে সঙ্গে সেখানে আমরা নিজেরাই যাচ্ছি বা রিসোর্স মোবিলাইজ করছি৷

বাসে আশ্রয় নেওয়া এক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, সীমান্ত পার হওয়ার পর আমি জানতে পেরেছি এমন একটি ব্যবস্থা করা হয়েছে৷ এখন আপাতত আমি পোল্যান্ডের রাজধানী ওয়ারশো যাব৷ ওখানে গিয়ে বিশ্রাম নিয়ে পরে পরিকল্পনা করব কোথায় যাব৷

আরও পড়তে পারেন: ল্যাভরভকে বয়কট করলেন পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা

এদিকে পোল্যান্ডে অবস্থানরত প্রবাসীরাও বাংলাদেশিরাও ইউক্রেন থেকে আসা স্বদেশিদের সহযোগিতায় এগিয়ে এসেছেন৷ মেডিকা সীমান্তে স্বেচ্ছাসেবী হিসেবে দূতাবাসের দলের সঙ্গে কাজ করছেন তারা৷

হামীম নামে একজন জানান, তিনি ৬০০ কিলোমিটার দূর থেকে খাবার, পানি নিয়ে এসেছেন৷ পাশাপাশি অনেক বাংলাদেশিও ব্যক্তি উদ্যোগে তাদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন৷ এমন ২৫ থেকে ৩০ বাংলাদেশি পোল্যান্ডের প্রবাসীদের আশ্রয়ে আছেন বলে জানিয়েছেন আরেকজন৷ এদিকে ওয়ারশোতেও বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করেছে দূতাবাস৷

সূত্র: ডয়েচে ভেলে

Link copied!