ফ্লাগ উড়িয়ে বিচারপতির গাড়িতে প্রেমিকা নিয়ে ডেটিং ড্রাইভারের, অতপর…….

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৩, ১০:৪৫ এএম

ফ্লাগ উড়িয়ে বিচারপতির গাড়িতে প্রেমিকা নিয়ে ডেটিং ড্রাইভারের, অতপর…….

প্রেমতো প্রেম। এর নেই কোনো সংজ্ঞা, নেই কোনো জাতপাত। আইনকে থোড়াই কেয়ার করে বসে প্রেম। এজন্য খেসারতও দিতে হয় প্রেমিক-প্রেমিকাকে। এমনই এক ঘটনা ঘটেছে হীরা বাবু সিংহ আর সাবাতানি ববির জীবনে।

এটি অনেকটা চলচ্চিত্রের কাহিনীর মতো। প্রেমিকার কাছে বাহাদুরি দেখাতে প্রেমিক অনেক সময় বাড়ির দারোয়ান হয়েও মালিক বনে যায় কিছুক্ষনের জন্য। আবার বসের মার্সিডিজ গাড়িতে প্রেমিককে বসিয়ে ওই প্রেমিক গাড়ির মালিকও হয়ে যান নিমিষে। এদিক দিয়ে, হীরা বাবু সিংহ আর সাবাতানি ববির গল্পটা ঠিক অন্য রকমের।

হিরা বাবু সিং-সাবাতানি দুজনের ছিলো গভীর প্রেম। তাও কিনা বিচারপতিরই গাড়িচালক হয়ে। এরমধ্যে হীরা বাবু হাইকোর্ট বিভাগের এক বিচারপতির গাড়ি চালান। তবে শুধু গাড়ি চালিয়েই তিনি থেমে থাকেন নি। নিজের প্রেমিকাকে বিচারপতির পতাকা ওড়ানো গাড়িতে নিয়ে ঘুরেছেন যত্রতত্র।

তবে আইন চলে আইনের পথে। আইন অনুযায়ি, হাইকোর্ট বিভাগের কোন বিচারপতি যখন গাড়িতে থাকবেন তখনই কেবল পতাকা উড়বে। তবে হীরাবাবু এসবের থোড়াই কেয়ার করেন। তিনিতো ফ্লাগ উড়িয়ে গাড়ি চালিয়েছেন, তারপর প্রেমিকার কাছে শক্তি জাহির করতে ওই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন।

এই বিষয়টি মঙ্গলবার নজরে আসে  হাইকোর্ট বিভাগের সেই বিচারপতির।

এরপর হীরা বাবু সিংহকে ৩ মাসের ও সাবাতানি ববিকে ৬ মাসের জেল দেয়া হয়। বিকেলে এই দুজনকে শাহবাগ থানায় হস্তান্তর করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। যদিও সুপ্রিম কোর্টের কর্মচারীরা বলছেন তারা দুজন বিবাহিত দম্পতি। আগামীতে তারা আপিল বিভাগে যাওয়ার ঘোষণাও দেন। সূত্র: চ্যানেল ২৪। ‍

Link copied!