করোনাভাইরাস সংক্রমণ মোকবিলায় গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বাতিল করে নতুন সিদ্ধান্ত দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আগের সিদ্ধান্তের ২৪ ঘন্টা পার না হতেই যত আসন তত যাত্রী নিয়ে পরিবহন চলাচলের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে এটি কার্যকর করা হবে।
বৃহস্পতিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ দ্য রিপোর্ট ডট লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিআরটিএ’র (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) চেয়ারম্যানের সঙ্গে আমাদের আবারও আলোচনা হয়েছে। আলোচনায় শনিবার থেকে গণপরিবহনের যত আসন তত যাত্রী নিয়ে চলাচলের বিষয়ে একমত হয়েছে বিআরটিএ। কারণ অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন চলাচল করলে যাত্রী ভোগান্তি বাড়বে।”
সব পরিবহন মালিকদের বিআরটিএর ওই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে খন্দকার এনায়েত উল্যাহ আরও বলেন, “এক্ষেত্রে যারা সরকারের স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, করোনা সংক্রমণের নতুন ধরন ওমিক্রনের দাপটে দেশে করেনা সয়ংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। ট্রেন, বাস এবং লঞ্চে অর্ধেক যাত্রী চলাচলের কথা বলা হলেও যাত্রী ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে বাসে যত সিট তত যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।