গাজামুখী নৌবহর ও অধিকারকর্মীদের আটকের নিন্দা জানাল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০২:৪৭ পিএম

গাজামুখী নৌবহর ও অধিকারকর্মীদের আটকের নিন্দা জানাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার, ০৩ সেপ্টেম্বর সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।  

এতে ইসরায়েলের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রয়োজনীয় এই মানবিক সহায়তা বহনকারী নৌবহরটি ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় এর অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর কারণে ফিলিস্তিনের সাধারণ জনগণজীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ সরকার ও জনগণ সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পক্ষ থেকে আটক সব মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ইসরায়েলি গণহত্যা ও দুর্ভিক্ষের শিকার গাজাবাসীর জন্য সহায়তা পৌঁছাতে স্পেন থেকে যাত্রা করে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। প্রায় ৪৫টি জাহাজে গাজার পথে যাত্রা করেন অন্তত ৫শ অধিকারকর্মী।

নৌবহরের প্রায় সব জাহাজ আটকের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে সব জাহাজে থাকা ৪৫০ জনের বেশি অধিকারকর্মীকে। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়েছে ইসরায়েল।

Link copied!