ইতিহাস গড়ে চার্চ অব ইংল্যান্ডের প্রথম নারী আর্চবিশপ হলেন সারাহ মুলালি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০৪:২০ পিএম

ইতিহাস গড়ে চার্চ অব ইংল্যান্ডের প্রথম নারী আর্চবিশপ হলেন সারাহ মুলালি

ছবি: সংগৃহীত

ক্যান্টারবারির নতুন আর্চবিশপ হিসেবে সারাহ মুলালিকে নিয়োগ দিয়েছে ব্রিটেন।

চার্চ অব ইংল্যান্ডের এক হাজার ৪০০ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো নারী এ পদ পেলেন, জানিয়েছে বিবিসি।

আর্চবিশপ হওয়ার মাধ্যমে মুলালি বিশ্বজুড়ে থাকা ৮ কোটি ৫০ লাখের মতো অ্যাংলিকান খ্রিস্টানের অলঙ্কারিক প্রধানও হলেন। কিন্তু একজন নারী এ পদে আসায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র হওয়ার আশঙ্কা সৃষ্টি হল।

Link copied!