বিএসএমএমইউতে চালু হল অস্থায়ী ফিল্ড হাসপাতাল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২১, ০১:৩০ পিএম

বিএসএমএমইউতে চালু হল অস্থায়ী ফিল্ড  হাসপাতাল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)কনভেনশন হলে স্থাপিত অস্থায়ী (ফিল্ড) হাসপাতাল চালু হয়েছে শনিবার (৭ আগস্ট)। ফিল্ড হাসপাতালটি এক হাজার শয্যার হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় শেষ হওয়ার এক সপ্তাহ পর চালু হল এই  ফিল্ড হাসপাতাল।

শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ফিল্ড হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিএসএমএমইউর ফিল্ড হাসপাতালে আপাতত ৩৫৭টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘এর মধ্যে ৪০টি আইসিইউ, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে।আর হাসপাতালটিকে পর্যায়ক্রমে এক হাজার বেডে উন্নীত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড চিকিৎসার সব ধরনের সুযোগ-সুবিধা এখানে আছে। তবে সব রোগীকে এখানে ভর্তি করা হবে না। নতুন রোগী ও মুমূর্ষু রোগীরা এখানে আসবে, তাদের চিকিৎসা দেওয়া হবে।

এর আগে, গত ২৫ জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অস্থায়ী হাসপাতালটি গত ৩১ জুলাই চালুর ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দেয়া হলেও কাজের ধীর গতি ও নিজেদের সমন্বয়হীনতার জন্য তা সম্ভব হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অস্থায়ী হাসপাতাল নির্মাণে মন্ত্রণালয় থেকে গত ২৯ জুলাই বিএসএমএমইউয়ের অনুকূলে ১৬ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জাম কিনতে ৯ কোটি, অন্যান্য যন্ত্রপাতি কিনতে ৪ কোটি, চিকিৎসা যন্ত্রপাতি কিনতে ১২ লাখ সঙ্গনিরোধ বাবদ ৩ কোটি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ ৭ লাখ ২০ হাজার, রোগীর পথ্য বাবদ ১০ লাখ ৫০ হাজার এবং কম্পিউটার ও আনুষঙ্গিক বাবদ ৮ লাখ হাজার টাকা।

 

Link copied!