বৌভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল পরিবারটি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২২, ০৮:৩৯ পিএম

বৌভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল পরিবারটি

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে নিহত প্রাইভেটকারের পাঁচ যাত্রী বৌভাতের অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন। প্রাইভেটকারের পেছনের সিটে বসেছিলেন তারা। নিহতরা সবাই পরস্পর নিকটাত্মীয় বলে জানিয়েছেন পুলিশ।

দুর্ঘটনায় মারা যাওয়া ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। এ দুজন নবদম্পতি।

জানা গেছে, শরীয়তপুর সদরের ঢালী বাজার এলাকার বাসিন্দা রিয়া মনির সঙ্গে হৃদয়ের বিয়ে হয় গত শনিবার। আজ কাওলায় হৃদয়দের বাড়িতে ছিল বউভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে রিয়ার বাবা মো. রুবেল গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়াদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। আহত হৃদয় ও রিয়ামনি এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Link copied!