মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ: পরীমণি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২১, ০১:৪৯ পিএম

মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ: পরীমণি

ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত ব্যবসায়ী নাসির, অমিসহ পাঁচজনকে গ্রেফতারের পর নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আইনশৃঙ্খলা বাহিনী, সকল সাংবাদিক, সকল সহকর্মী এবং দেশের মানুষকে ধন্যবাদ জানান ঢালিউডের আলোচিত অভিনয় শিল্পী পরীমণি। এ সময় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ। আপনি মা। আপনি মমতার আঁচলে জড়িয়ে রাখেন আপনার সকল সন্তানকে।'

পরীমণি তার পোস্টে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে লেখেন, 'আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না।আইন সবার উপরে। শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানটাই যত কষ্ট! আইনশৃঙ্খলা বাহিনী, সকল সাংবাদিক, সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা আমার এই দুঃসময়ে আমার পাশে ছিলেন,আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ। আপনারাই আমার সাহস।'

তিনি আরো লেখেন, 'আসামীদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোন মেয়েকে এভাবে নির্যাতন অপমান করার সাহস না পায়। আমি হার মানব না।'

মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ: পরীমণি

পরীমণির করা ধর্ষণ ও হত্যা মামলায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনের ১০ দিনের রিমান্ড চাইছে পুলিশ। গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতারের সময় নাসিরের ঐ বাসা থেকে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ জব্দ করা হয় যা নিয়ে সোমবার সন্ধ্যায় পৃথক মামলা দায়ের করা হয় বিমানবন্দর থানায়। আসামিদের গ্রেফতারে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান।

এর আগে সোমবার সকালে আসামিদের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি।

Link copied!