শেখ হাসিনাকে ৩ বার গার্ড অব অনার দেবে ফ্রান্স

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২১, ০৩:৩২ পিএম

শেখ হাসিনাকে ৩ বার গার্ড অব অনার দেবে ফ্রান্স

১৫ দিনের ইউরোপ সফরে রবিবার (৩১ অক্টোবর) সকালে দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ১৫ দিনের মধ্যে আগামী ৯ অক্টোবর থেকে ১২ নভেম্বর ইউরোপের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্স সফর করবেন তিনি। আর এই সফরে তাকে দেশটির ৩ টি আলাদা এলাকায় গার্ড অব অনার দেওয়া হবে।

সফরকালে প্রধানমন্ত্রীকে তিন জায়গায় গার্ড অব অনার দেওয়া ছাড়াও দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন তিনি। এছাড়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্সের অনেক কোম্পানির সঙ্গেও বৈঠক হবে।

প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের উদ্দেশ্য ছিল ইউনেস্কো প্রবর্তিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া। ইউনেস্কোর প্যারিস সদর দফতরে এই পুরস্কার প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর এই সফর প্রথমে সরকারী সফর ছিল না। কিন্তু শেখ হাসিনার সশরীরে প্যারিস আসছেন জানতে পেরে এটিকে সরকারি সফর ঘোষণা করেছে ফ্রান্স কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষ্যে শনিবার (৩০ অক্টোবর) সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, সফরটি অনেক গুরুত্বপূর্ণ। তিন জায়গায় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে।

তিনি আরো বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একটি প্রভাবশালী দেশ ফ্রান্স। ইইউতে পরিবর্তন আসার পর প্রধানমন্ত্রীর এটিই প্রথম ফ্রান্স সফর।

Link copied!