ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৩:৫৫ এএম
মিয়ানমারে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জনকে আজ বৃহস্পতিবার ফেরত পাঠানো হচ্ছে। এরইমধ্যে এ-সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘুমধুম স্কুল থেকে ১৬৬ জনকে ছয়টি গাড়িতে করে ইনানীতে আনা হয়েছে। বাকিদেরকে হ্নীলা থেকে আনা হবে। সেন্টমার্টিন-টেকনাফ রুটের পর্যটকবাহী দুটি জাহাজে করে তাদের গভীর সমুদ্রে অবস্থান করা মিয়ানমারের জাহাজে নিয়ে যাওয়া হবে। জাহাজটি রাত একটার দিকে মিয়ানমার সিটু বন্দর থেকে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছে।
বিজিপি সদস্যদের হস্তান্তরের সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মিয়ানমারের সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মিয়ানমারের আরকান রাজ্য দখল নিতে দেশটির জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ)। যুদ্ধে টিকে থাকতে না পেরে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি), সেনা, ইমিগ্রেশনসহ সরকারি বাহিনীর ৩৩০ নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।