চলতি বছর জুনে বাংলাদেশের একজন সাবেক সেনা কর্মকর্তাকে ঘিরে ভুয়া খবর প্রকাশ করেছিল নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী।
এই ষড়যন্ত্র তত্ত্বকে আবার সামনে এনে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে আনন্দবাজার ও এই সময় অনলাইন, যা সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ‘চলতি বছর জুনে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী যে ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছিলেন, তারই পুনরাবৃত্তি করে গত ১৬ ডিসেম্বর ‘সংবাদ’ প্রকাশ করেছে আনন্দবাজার ও এই সময় অনলাইন।’
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে যে চন্দন নন্দীর পুরনো ষড়যন্ত্র তত্ত্বের পুনরাবৃত্তি, যা উদ্দেশ্যমূলক অপপ্রচার।
আনন্দবাজার ও এই সময় অনলাইনে পরেশ বড়য়াকে ঘিরে তথ্য-প্রমাণহীন ‘সংবাদ’ শনাক্ত করে বাংলাফ্যাক্ট।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।