আনন্দবাজার ও এই সময়-এর অনলাইনে ভিত্তিহীন সংবাদ শনাক্ত

বাসস

ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:৩২ পিএম

আনন্দবাজার ও এই সময়-এর অনলাইনে ভিত্তিহীন সংবাদ শনাক্ত

চলতি বছর জুনে বাংলাদেশের একজন সাবেক সেনা কর্মকর্তাকে ঘিরে ভুয়া খবর প্রকাশ করেছিল নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী।

এই ষড়যন্ত্র তত্ত্বকে আবার সামনে এনে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে আনন্দবাজার ও এই সময় অনলাইন, যা সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘চলতি বছর জুনে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী যে ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছিলেন, তারই পুনরাবৃত্তি করে গত ১৬ ডিসেম্বর ‘সংবাদ’ প্রকাশ করেছে আনন্দবাজার ও এই সময় অনলাইন।’

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে যে চন্দন নন্দীর পুরনো ষড়যন্ত্র তত্ত্বের পুনরাবৃত্তি, যা উদ্দেশ্যমূলক অপপ্রচার।

আনন্দবাজার ও এই সময় অনলাইনে পরেশ বড়য়াকে ঘিরে তথ্য-প্রমাণহীন ‘সংবাদ’ শনাক্ত করে বাংলাফ্যাক্ট।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

Link copied!