বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে এবং তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসা নিয়মিত গ্রহণ করছেন। বয়সজনিত ও পূর্ববর্তী বিভিন্ন জটিলতার কারণে মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দিলেও চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানান তিনি।
এ সময় তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। পাশাপাশি তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রতিও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থা ভ্রমণের অনুপযোগী হওয়ায় আপাতত দেশেই তাঁর চিকিৎসা চলমান রয়েছে।