ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৫২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এসব কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, নির্বাচনী মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত থাকায় নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাসহ এসব সামগ্রীর সুরক্ষা নিশ্চিত করা অত্যাবশ্যক বলে মনে করছে কমিশন।
এ কারণে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এরই মধ্যে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনসহ দেশের সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
এছাড়া নির্বাচনকালীন সময়ে প্রধান নির্বাচন কমিশনারের জন্য অতিরিক্ত পুলিশি এসকর্ট, চার কমিশনার ও ইসি সচিবের বাসভবন ও অফিসে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।