নগরবাসীর নিরাপদ ও আনন্দমুখর ঈদ উদযাপনে প্রস্তুত ডিবি: ডিএমপি কমিশনার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৫, ০৪:৫৫ পিএম

নগরবাসীর নিরাপদ ও আনন্দমুখর ঈদ উদযাপনে প্রস্তুত ডিবি: ডিএমপি কমিশনার

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নগরবাসী যেন স্বস্তি ও শান্তিতে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য বাসা-বাড়ি, বিপণিবিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি প্রতিদিন ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবির একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে, যারা নগরবাসীর ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিবির গোয়েন্দা নজরদারি আগের যেকোনো সময়ের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। সাইবার টিম অনলাইনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সক্রিয় রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অক্সিলিয়ারি ফোর্সও নিয়োগ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, রমজানের শুরু থেকে এ পর্যন্ত ডিবির অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী, ডাকাত ও মাদক কারবারি গ্রেফতার হয়েছে। ঈদের পর নগরবাসীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। জাল নোটের কারবার প্রতিরোধে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং এ সংক্রান্ত অভিযান অব্যাহত রয়েছে।

তিনি নগরবাসীকে যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক পরিস্থিতি সম্পর্কে স্থানীয় পুলিশ ফাঁড়ি, থানা বা ডিবিকে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করেও সহায়তা নেওয়া যাবে।

প্রেস ব্রিফিংয়ে ডিবির শীর্ষ কর্মকর্তারা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!