মার্চ ৩০, ২০২৫, ১২:৪১ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
এবারের ঈদযাত্রায় ট্রেনের কোনো টিকিট কালোবাজারি হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি জানান, এবারের ঈদযাত্রা নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে, এবং যাত্রীরা কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই ট্রেনে বাড়ি ফিরছেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রতিবছর ঈদযাত্রার সময় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ ওঠে, যেখানে রেলওয়ের কিছু কর্মীও জড়িয়ে পড়েন। তবে এবার কঠোর নজরদারির কারণে কেউ এতে জড়াতে পারেনি, ফলে যাত্রীরা নিশ্চিন্তে টিকিট পেয়ে গন্তব্যে যেতে পারছেন।”
তিনি আরও বলেন, ঘরমুখো মানুষ যেমন সড়কপথে স্বস্তিতে বাড়ি ফিরছে, তেমনি ট্রেনযাত্রাও স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আশ্বস্ত করে তিনি জানান, এবারের ঈদে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে, যাতে সবাই নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারে।
পরিদর্শনকালে রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।