টানা বৃষ্টি ও উজানের পানির ঢলে ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১২ জেলায় ১ হাজার ৮০০টিরও বেশি মোবাইল টাওয়ার অচল হয়েছে। এতে এসব এলাকায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত ১২ জেলার ১ হাজার ৮০৭টি মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। আর সচল আছে ১০ হাজার ৪৪৩টি সাইট।”
বিটিআরসির তথ্যমতে, বন্যা পরিস্থিতিতে ফেনীর ৭৫ শতাংশ আর খাগড়াছড়ির ৩৬ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে।
ফেনীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, “ এই এলাকার ৬৫৬টি টাওয়ারের মধ্যে ৫৯০টিই অচল হয়ে গেছে। এখানে মোবাইল নেটওয়ার্ক সচল করতে জেলা প্রশাসকের কাছে ৫টি ভিস্যাট পাঠানো হয়েছে।”
এ ছাড়া, নোয়াখালীতে ৩৮০, কুমিল্লায় ৫৩৩, চট্টগ্রামে ৭৫, লক্ষ্মীপুরে ৫৪, চাঁদপুরে ৪৭, মৌলভীবাজারে ৩৯, খাগড়াছড়িতে ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩, রাঙামাটিতে ১৭, সুনামগঞ্জে ১১ ও হবিগঞ্জে ২টি টাওয়ার কাজ করছে না বলেও জানান তিনি।
মোবাইল অপারেটররা জানিয়েছে, বন্যাকবলিত অঞ্চলে টাওয়ারে বিদ্যুৎ সংযোগ নেই। আর তুমুল স্রোত না কমা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় নেটওয়ার্ক পুনঃসংযোগ করা সম্ভব নয়।