গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা

জাতীয় ডেস্ক

আগস্ট ১৪, ২০২৪, ০৪:২৯ পিএম

গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আন্দোলন চলাকালে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবির এই মামলার আবেদন করেছেন। 

বুধবার (১৪ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনালের ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর নিহত আরিফ আহম্মেদ সিয়ামের বাবার পক্ষে আইনজীবী গাজী এম এইচ তামিম এই মামলার আবেদন করেন।

আইনজীবী গাজী এম এইচ তামিম মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজী এম এইচ তামিম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনসাল‍‍`স অ্যাক্ট অনুযায়ী মামলাটি করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেবে।”

এরপর মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে বলেও তিনি জানান।

এ ছাড়া রাজধানীর কাফরুল থানা এলাকার ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে এবার শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।

নিহত শিক্ষার্থীর নাম ফয়জুল ইসলাম রাজন(১৮)। রাজনের ভাই রাজিব বাদী হয়ে বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে মামলা দায়েরের আবেদন করেন।সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার বেলা সোয়া একটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী এই আদেশ দেন।

Link copied!