পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখনই পদত্যাগ করছেন না।
উপদেষ্টাদের একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে আছেন, তিনি পদত্যাগের কথা বলেননি।”
রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে দুপুর ১২টা ২০ মিনিটে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়, এবং শেষ হয় বেলা ২টা ২০ মিনিটে। বৈঠকে অংশ নেন ১৯ জন উপদেষ্টা।
বৈঠকের আগে একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এরপর উপদেষ্টা বৈঠকে অংশ নিতে সরকারি কর্মকর্তাদের কক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আলোচনায় নির্বাচন, সংস্কার ও "জুলাই ঘোষণা"র বিষয়গুলো প্রাধান্য পায়।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ইউনূস সম্প্রতি নিজের পদত্যাগের সম্ভাবনার কথা তুলেছিলেন হতাশা ও বিরক্তি থেকে। রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, চলমান আন্দোলন এবং জাতীয় ঐকমত্যের অভাব তাঁকে হতাশ করেছে।
তবে কোনো রাজনৈতিক দলই ইউনূসের পদত্যাগ চায় না। বরং তারা চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করুক।