গাজীপুরে ট্রেন দুর্ঘটনা; তদন্তে ১২ সদস্যের দুটি কমিটি গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৩, ০৫:৩৭ এএম

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা; তদন্তে ১২ সদস্যের দুটি কমিটি গঠন

ছবি: প্রথম আলো

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে ঢাকা-ময়মনসিংহ রেলপথ কেটে রাখায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পতিত হয়। বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

এ ঘটনায় আসলাম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজীব মিয়াসহ ট্রেনে থাকা অনেক যাত্রী আহত হয়েছেন।

এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যবিশিষ্ট এবং রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।

সাত সদস্যের তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান বলেন, ঘটনাটি নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করা গেছে। তারপরও সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: রেলপথ কেটে রাখা; ট্রেনের ৭ বগি উল্টে মৃত্যু ১; আহত হয়েছেন অনেকে

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে রেললাইন বিচ্ছিন্ন করে দেয়। রেললাইন বিচ্ছিন্ন করার জন্য গ্যাসলাইন ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডারও উদ্ধার করা হয়েছে।’

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘ঘটনার পর ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও ময়মনসিংহ–ভৈরব রেললাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এতে হয়তো গাজীপুর ও ময়মনসিংহের মাঝামাঝি কিছু স্টেশনের যাত্রীরা চলাচল করতে পারছেন না।’

 

Link copied!