ডিসেম্বর ১৩, ২০২৩, ০৪:০৭ এএম
গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়েছে। জেলা প্রশাসক আবুল ফাতে মো. শফিকুল ইসলাম জানান, নাশকতার উদ্দেশ্যে গভীর রাতে রেললাইন কেটে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বুধবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। এর পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ আছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। পেশায় মুরগি ব্যবসায়ী। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামে।
গতকাল রাতের কোনো এক সময় গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বনখড়িয়া এলাকায় রেলপথের একটি অংশ কেটে রাখে দুর্বৃত্তরা।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো জানান, ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে। এর কিছুদূর যাওয়ার পরপরই বিকট শব্দে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে দু’একটি বগি ধানক্ষেতে ছিটকে পড়ে। অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।