মে ২৮, ২০২২, ০২:৩৯ পিএম
আবদুল গাফফার চৌধুরী নিজেই নিজের তুলনা ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৮ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যু হলেও বাঙ্গালীর মাঝে তিনি বেঁচে থাকবেন তার কর্মের মধ্য দিয়ে। গাফফার চৌধুরী তার রচয়িত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির সুরে স্মরণীয় হয়ে থাকবেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার সঙ্গে গাফফার চৌধুরীর ঘনিষ্ট সম্পর্ক ছিলো। আওয়ামী লীগের দুঃসময়ে গাফফার চৌধুরী তার লেখনির মাধ্যমে পথ দেখিয়ে গেছেন।
১৯ মে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী। ২০ মে তার প্রথম জানাজা ইংল্যান্ডের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানকার আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।