সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৭:২৮ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর পাড়ে দীর্ঘ হচ্ছে লাশের সারি। তীর্থযাত্রীদের নৌকা ডুবির ঘটনায় সোমবার রাত সোয়া ৮ টা পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
সোমবার পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার দ্বিতীয় দিনে সোমবার রাত ৮ টা পর্যন্ত নতুন করে আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রশাসন এখন পর্যন্ত ৪৩ জনের নাম প্রকাশ করেছে। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।” গতকাল রবিবার মোট ২৪ জনের মরদেহ উদ্ধার শেষে প্রথম দিনের তৎপরতা শেষ করে উদ্ধার অভিযান কর্তৃপক্ষ।
নৌকাডুবিতে মৃতদের মধ্যে রয়েছেন-দীপঙ্কর (৩), পিয়ন্ত (২.৫), রূপালী ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), শোভা রানী (২৭), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শ্যামলী রানী (১৪), তারা রানী (২৫), সনেকা রানী (৬০), সফলতা রানী (৪০), হাশেম আলী (৭০), বিলাস চন্দ্র (৪৫), তনুশ্রী (৫), শ্রেয়শী, প্রিয়ন্তী (৮), ব্রজেন্দ্রনাথ (৫৫), শ্যামলী রানী ওরফে শিমুলি (৩৫), উষশী (৮) ও সনেকা রানী (৬০)।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপপরিচালক সৈয়দ মাহাবুবুল আলম দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কার্যক্রমে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে ডুবুরিদল অংশগ্রহণ করে।”
প্রসঙ্গত, রবিবার মহালয়া উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরের দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় নৌকাটি উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, নৌকাটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন। কিছু মানুষ সাঁতরে নদীর তীরে ফিরতে পারলেও অনেকে নিখোঁজ থাকেন।