কর্মীদের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৭, ২০২১, ১২:০৪ এএম

কর্মীদের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত তরিকুল ইসলামের স্মরণসভায় কর্মীদের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ হয়ে বক্তৃতা বন্ধ করে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (৬ নভেম্বর) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ।

এদিন, সকাল ১০টায় শুরু হওয়া স্মরণ সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। সভা শুরু হওয়ার পর থেকে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন নেতা এবং উত্তর-দক্ষিণের নামে স্লোগান দিতে থাকেন। এ সময় বেশ কয়েকবার তাদের স্লোগান বন্ধ করার অনুরোধ করেন মঞ্চে উপস্থিত থাকা সিনিয়র নেতারা। এ পর্যায়ে মির্জা ফখরুল বক্তব্য শুরু করলে হলের এক প্রান্তে ছাত্রদল এবং যুবদলের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বক্তব্য বন্ধ করে দেন বিএনপি মহাসচিব।

স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একটি উদারপন্থি গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছি। তরিকুল ইসলাম জীবন দিয়ে সেই কাজ করে গেছেন। নির্যাতনের কারণে শেষ দিকে তরিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছিলেন। বিশেষ করে এরশাদের নির্যাতনের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুখের কাছে তিনি পরাজিত হননি। শেষ পর্যন্ত তিনি লড়াই করেছেন কীভাবে বেঁচে থাকা যায়, কীভাবে জনগণের জন্য একটু কাজ করা যায়।

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্য দেওয়ার সময়ও নিজেদের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি করেন কর্মীরা। তখন শামসুজ্জামান দুদু কর্মীদের শান্ত করেন। অনুষ্ঠান শেষে গেট দিয়ে বের হওয়ার সময়ও ধাক্কাধাক্কি করেন উপস্থিত নেতাকর্মীরা। এতে কাচের গেটের একটি অংশ ভেঙে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

Link copied!