কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা প্রধানমন্ত্রী বোঝেন: কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ০৩:২৬ পিএম

কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা প্রধানমন্ত্রী বোঝেন: কাদের

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আসলে কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বোঝেন। গণতান্ত্রিক পদ্ধতিতে গতকাল নয়া নেতৃত্ব নির্বাচিত হয়েছে। পুরোনোরা নতুন করে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তিনি কিন্তু আমাদের পার্টিতে অপরিহার্য। তাঁর কোনো বিকল্প নেই।’

রবিবার সকালে দলটির নবনির্বাচিত কমিটির সদস্যরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা ‘লট অব চ্যালেঞ্জ’–এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন বিশ্ব পরিস্থিতির কারণে সংকট আছে। আজকে আমাদের দেশেও সংকট রয়েছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং বিএনপির নেতৃত্বে সরকার হটানোর একটা আন্দোলন তারা করে যাচ্ছে।’

গতকাল দলটির ২২তম জাতীয় সম্মেলনে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১৯৮১ সাল থেকে দলীয় প্রধানের দায়িত্বে আছেন। সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের হ্যাটট্রিক করেছেন।

Link copied!