ময়মনসিংহে ভেজাল জুস তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২২, ০৭:২৪ পিএম

ময়মনসিংহে ভেজাল জুস তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান

বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা জুস কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে মনমনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকার আলিফ ফুড ব্রেভারেজ নামের জুস তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব। অভিযান শেষে জুস তৈরির কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। একইদিন এসকেএস প্রোডাক্টস নামে একটি মুড়ির কারখানায়ও অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় আয়োডিনহীন লবণ ও নষ্ট চাল ব্যবহারের কারণে কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের ও র‍্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক আখের মুহম্মদ জয়। 

অভিযান চলাকালে দেখা যায়, জুস কারখানায় আম ও লিচুর জুস তৈরি হচ্ছে। কিন্তু কারখানার ভেতরে কোনো আম বা লিচুর অস্তিত্ব নেই। আম-লিচুর বদলে পাওয়া যায় ঘন চিনি, নন ফুড গ্রেড কালার, ফ্লেভারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল। এ ধরনের ভেজাল জুস ক্যান্সারসহ মারাত্মক রোগের কারণ হতে পারে। মোড়কের গায়েও ভুল ঠিকানা ব্যবহার করা হচ্ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তারা। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে কারখানাটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং ৭ কর্মদিবসের মধ্যে মালিককে যোগাযোগ করার নোটিশ দেওয়া হয়।

Link copied!