গত সোমবার চকবাজারের যে ভবনটিতে আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়েছে সেই ভবনটি নির্মাণের অনুমোদন ছিল না। কামালবাগের ওই জায়গায় আগে একটি স’মিল ছিল। সেখানে টিন শেডের একটি ঘর ছিল, আর ছিল একটি হোটেল। আশপাশের জায়গা ছিল ফাঁকা। দুই বছর আগে এখানে অবৈধভাবে নির্মাণ করা হয় চারতলা ভবন।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সরকারি অনুমোদন না নিয়ে ভবনটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। রিপোর্ট পেলেই ব্যবস্থা গ্রহণ করব।
জানা গেছে, আগুন লাগা চারতলা ভবনটির মালিক চকবাজারের আলম নামে এক ব্যক্তি। আলমের মৃত্যুর পর তার ছেলে মো. রানা সবকিছু দেখাশোনা করেন। ভবনটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় পলিথিন ও প্লাস্টিকের খেলনার কারখানা দিয়েছেন মো. নজরুল নামে এক ব্যক্তি। দুর্ঘটনার পর তার হদিস পাওয়া যাচ্ছে না। খোঁজ নেই ভবনের বর্তমান মালিক রানারও।
অগ্নিকাণ্ডে ৬ জন নিহতের ঘটনায় এখন পর্যন্ত কেবল বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকেই গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।