টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার থেকে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের এক বৈঠকের পর চূড়ান্তভাবে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক মো. শাহীন ইমরান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে বুধবার (১১ জানুয়ারি) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নাফনদী দিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের বিষয়ে কক্সবাজারে আবার সভা করে সিদ্ধান্ত নিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, জনপ্রতিনিধি, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে জাহাজ চলাচলের অনুমতি দেয়ার পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান ইউএনও।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ও নদীর নাব্যসংকটের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করে প্রশাসন।