ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে এ বছর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০৬ জনে। এছাড়াও একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৬৪ জন হাসপাতালে ভর্তি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় ৫৬৫ জন এবং ঢাকার বাইরে ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০২ জনে।
বুধবার (১৯ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ভেতরে ২ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৫৭ জন। হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩৯২ জন রোগী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জন মারা গেছেন। যার মধ্যে চলতি মাসেই ৪৬ জনের মৃত্যু হয়েছে। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে মারা গিয়েছিলেন ৩৪ জন।
গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরা।