বিকেলে ময়মনসিংহের জনসভায় যে বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২৩, ০৯:১৭ এএম

বিকেলে ময়মনসিংহের জনসভায় যে বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ পাঁচ বছর পর ময়মনসিংহ সফরে যাচ্ছেন। শনিবার বিকেল ৩টার দিকে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। তাঁর এই বক্তব্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বার্তা থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সার্কিট হাউজে এসে বিশ্রাম নেয়ার পর প্রধানমন্ত্রী ৭৩ প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকেল ৩টায় আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী যেসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলীতে দুটি স্থলবন্দর। পূর্ণাঙ্গ এ দুটি বন্দর চালু হলে দেশের আমদানি-রফতানি বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা আওয়ামী লীগ।  ময়মনসিংহের পথে পথে উৎসবের রং লেগেছে ব্যানার, পোস্টার, বিলবোর্ড, তোরণ এবং আলোকসজ্জায়। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।  

ময়মনসিংস জেলা ও বিভাগ শাখা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর এই জনসভা সফল করতে দলের কেন্দ্রীয়  নেতাদের অনেকেই নগরীতে দুইদিন ধরে অবস্থান করছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জনসভাস্থল সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে নির্বাচনী বার্তা দেবেন। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ করা হবে। সেটাই হবে নির্বাচনের মূল বার্তা হবে।'

ওবায়দুল কাদের আরও বলেন,আসছে ডিসেম্বেরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা থাকবে প্রধানমন্ত্রীর ভাষণে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ময়মনসিংহে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় প্রায় ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। জেলা পুলিশের পাশাপাশি বাইরের জেলা থেকেও পুলিশ সদস্য আনা হয়েছে। প্রধানমন্ত্রীর সমাবেশ মঞ্চের প্রথম সারিতে নিরাপত্তায় থাকবে এপিবিএন। তিনি বলেন, নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেব না।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষবারের মতো জনসভায় বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর এই নগরীতে আবার আসছেন সরকারপ্রধান।

Link copied!