বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় সাংবাদিক রঘুনাথ খাঁ কারাগারে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৩, ০৯:৪৭ পিএম

বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় সাংবাদিক রঘুনাথ খাঁ কারাগারে

সাতক্ষীরায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রঘুনাথ খাঁকে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, সোমবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার খলিসাখালী গ্রামের সাপমারা খালের সেতুর উপর অভিযান চালিয়ে ‘বোমাসদৃশ ককটেলসহ’ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের প্রয়াত মদনমোহন খাঁর ছেলে রঘুনাথ খাঁ (৫৭), দেবহাটা উপজেলার ঢেপুখালী গ্রামের প্রয়াত ফজর আলী গাজীর ছেলে মো. রেজাউল করিম (৬৩) এবং একই উপজেলার চালতেতলা গ্রামের মো. নওশের হাওলাদারের ছেলে মো. লুৎফর রহমান (৪৫)।

এ ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে।

রঘুনাথ খাঁ দীপ্ত টেলিভিশনের ও বাংলা ’৭১ নামের একটি পত্রিকার জেলা প্রতিনিধি। তাঁর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে। তিনি সাতক্ষীরা শহরের লস্করপাড়া ভাড়া বাড়িতে থাকতেন।

রঘুনাথ খাঁর পরিবারের অভিযোগ, সোমবার সকালে ‘ডে নাইট কলেজ মোড়’ থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থানায় খোঁজ নিয়ে তার সন্ধান মেলেনি।

Link copied!