চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:২২ পিএম

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রটির সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কর্তৃপক্ষ।

রোববার আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে।

আইভ্যাক জানায়, চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতেই চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় কয়েক শ মানুষ বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের দিকে অগ্রসর হলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশ জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে বিক্ষোভকারীরা হাইকমিশন কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, হাইকমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী আহত হননি এবং কার্যালয়েরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর থেকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Link copied!