ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে আজ বিকেলে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা।
আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘ভোটের গাড়ি’ দেশের ৬৪ জেলা এবং তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।