পাঁচ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ২৪ হাজার কোটি টাকার বেশি ঘাটতি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০২:০২ পিএম

পাঁচ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ২৪ হাজার কোটি টাকার বেশি ঘাটতি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই–নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক-কর আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ২৪ হাজার কোটি টাকার বেশি ঘাটতি দেখা দিয়েছে। যদিও এ সময়ে রাজস্ব আদায়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবু নির্ধারিত লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি।

এনবিআরের প্রকাশিত হালনাগাদ হিসাব অনুযায়ী, জুলাই–নভেম্বর সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৩ হাজার ২৩ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৭৬ কোটি টাকা। ফলে মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৭ কোটি টাকা।

তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) ও আয়কর এই তিনটি প্রধান খাতের কোনোটিতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। পাঁচ মাসে এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ৫৯ হাজার ৯৯৫ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৪৭ হাজার ৮৮১ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ১২ হাজার ১১৪ কোটি টাকা।

এ ছাড়া আমদানি শুল্ক খাতে ৫০ হাজার ৯৭৯ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৪২ হাজার ৮৬৪ কোটি টাকা, যা থেকে ৮ হাজার ১১৫ কোটি টাকার ঘাটতি হয়েছে। ভ্যাট বা মূসক খাতে আদায় হয়েছে ৫৮ হাজার ২৩১ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৬২ হাজার ৪৮ কোটি টাকা।

চলতি অর্থবছরে এনবিআরের জন্য মোট শুল্ক-কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবসা-বাণিজ্যে ধীরগতি থাকায় রাজস্ব আদায় প্রত্যাশার তুলনায় কম হয়েছে। তবে তারা আশা করছেন, অর্থবছরের শেষ দিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরলে রাজস্ব আদায়ও বাড়বে।

Link copied!